ঢাকা মেডিকেলের নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৭, ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব নিয়েছেন নতুন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। গতকাল সোমবার বিদায়ী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমানকে সংবর্ধনা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব পালন করেছেন। এরপর তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যার্পণ করা হয়। 

গত ৩ আগস্ট দেশের চারটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে সেনাবাহিনীর চারজন বিগ্রেডিয়ার জেনারেলকে দায়িত্ব দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার সকালে দায়িত্ব গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা মেডিকেলের হাসপাতালের রোগীদের চিকিৎসা কীভাবে উন্নত করা যায় এবং সার্বিক পরিস্থিতি কীভাবে আরও ভালো করা যায় সে ব্যাপারে তিনি কাজ করবেন। এক্ষেত্রে তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা চেয়েছেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর হাসপাতালের চিকিৎসকসহ সব কর্মকর্তা কর্মচারী তাঁকে অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/এএ/জেবি)