চিরিরবন্দরে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

প্রকাশ | ২৯ আগস্ট ২০১৭, ১৩:৫৯

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে দোকানগুলো পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, আতিকুল কাঠমিস্ত্রির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ময়নুল ডেকোরেটর, ফরহাদ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আতাউর পান স্টোর, দিলীপ টেলিকম অ্যান্ড মাফার্মেসি, বাশু হোটেল, মোকছেদের গুড়া দোকান, সিকদার হোটেল, পবি সাইকেল স্টোর, লিয়াকত আলী ওয়ারিং, কাজল হোটেল, হাবিব পান স্টোর, বকস ডাক্তার অ্যান্ড ফার্মেসির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের এসও সবুজ ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেডএ)