ফরিদপুরে মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ | ৩০ আগস্ট ২০১৭, ২১:৫২

সাজ্জাদ বাবু, ফরিদপুর থেকে

পবিত্র ঈদ উপলক্ষ্যে ঘরে ফেরা মানুষের নিরাপদ যাত্রা ও সড়ক দুর্ঘটনা রোধে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। উপস্থিত ছিলেন বিআরটির মোটরযান পরিদর্শক মো. হাবিবুর রহমান।

অভিযানে ফরিদপুরে ঢাকা-ফরিদপুর মহাসড়কে বাস, মিনিবাসসহ রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস সার্টিফিকেট না থাকা, অতিরিক্ত যাত্রী পরিবহন ইত্যাদি অপরাধের মামলায় জরিমানা আদায় করা হয়। তবে জরিমানার পরিমাণ জানা যায়নি।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/প্রতিনিধি/ ইএস)