সবকিছু নিয়ে রাজনীতি করে বিএনপি: খালিদ

প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৬

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

যখন যা পায় তা নিয়েই বিএনপি রাজনীতি করে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, বিএনপি এখন বন্যা নিয়ে রাজনীতি করছে।

শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলায় বিরল প্রেসক্লাবের পক্ষ থেকে শাড়ি ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার বাড়িঘর মেরামত করে দেয়া হবে। এবারের বন্যায় কেউ না খেয়ে মারা যায়নি। এমন কেউ নেই যিনি চিকিৎসাসেবা পায়নি।

প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা যত দিন থাকবে সরকারের ত্রাণ কার্যক্রম তত দিন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনপি এখন বন্যা ও রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘তাদের (বিএনপি) কথা ও কাজের কোনো মিল নেই। যখন যা পাচ্ছে তাই নিয়ে রাজনীতি করছে। বিএনপি এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। আগামীতেও প্রত্যাখ্যান করবে।’

যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, বন্যার কারণে  তাদের সুদ এখন স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী।

ত্রাণ বিতরণ কার‌্যক্রমে এখানে তিনি ৮৮ বান্ডিল টিন ও বন্যার্তদের মধ্যে তিন লাখ টাকা বিতরণ করেন।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/মোআ)