শেখেরটেকের বস্তিতে আগুন

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৮

প্রদায়ক, ঢাকাটাইমস

রাজধানীর শেখেরটেক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে বস্তিঘর ও রিকশার গ্যারেজ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

রাজধানীর মোহাম্মাদপুর শেখেরটেকের শ্যামলী হাউজিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সোমবার বিকাল সাড়ে চারটায় বস্তির একটি ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্থ হয় পাশের রিকশার গ্যারেজসহ অন্যান্য ঘর।

স্থানীয় সূত্র জানা গেছে, আগুনে  প্রায় ত্রিশটির মত ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৮টি রিকশা।

র‌্যাব ২ এর কর্মকর্তা হুমাহুন ঢাকাটাইমসকে জানান, ‘টহল দেয়ার সময় আমরা আগুন দেখতে পাই। এসময় আমরা কন্ট্রোলে জানাই। সেখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

আগুনে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, তিনজন কিছুটা আহত হয়েছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্তদের কেউই ঘরের কোনো মালামাল বা টাকা রক্ষা করতে পারেননি।

স্থানীয়দের দাবি, আগুন লাগেনি। পূর্ব কলহের জের ধরে আগুন লাগানো হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা আরও ঘটেছে।

ঢাকাটাইমস/ ৪ সেপ্টেম্বর /কারই/ কেএস/জেডএ