জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্যকার শাহজাহান শাহ আর নেই

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:২২

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্যকার মুক্তিযোদ্ধা শাহজাহান শাহ দিনাজপুরে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে দিনাজপুর শহরের গনেশতলাস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাহান শাহ দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘নবরূপী’র সাধারণ সম্পাদক ছিলেন। বিরল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি। তাঁর জীবদ্দশায় তিনি অসংখ্য নাটক রচনার পাশাপাশি একজন ভালো অভিনেতাও ছিলেন। এজন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার।

মঙ্গলবার বিকাল ৪টায় নবরূপী প্রাঙ্গণে এবং ৫টায় দিনাজপুর বড় ময়দানস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানাবেন সর্বস্তরের মানুষ। পরে নামাজে জানাজা শেষে দিনাজপুর শহরের কালীতলাস্থ সোনাপীড় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হবে।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এসএএস/জেবি)