নেত্রকোণায় রুপা হত্যার বিচার চেয়ে মানববন্ধন

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৯

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

জাকিয়া সুলতানা রুপাকে হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে নেত্রকোণায়।

মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সচেতন ছাত্র-শিক্ষক-জনতা ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, জেলা উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সম্পাদক নিহার সরকার অংকুর, সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বিশ্বাস, আলমগীর হোসেন, অনন্য ঈদ ই আমীন, ববিতা গুহসহ অন্যরা।

কর্মসুচিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।

কামরুজ্জামান চৌধুরী মানববন্ধনে দেয়া বক্তব্যে রুপার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে ধর্ষক ও ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি টাঙ্গাইলে চলন্ত বাসে রুপাকে ধর্ষণের পর হত্যা করে বাসের চালক ও হেলপার। রুপা ময়মনসিংহে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে বগুড়ায় গিয়েছিলেন। 

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)