রোহিঙ্গা গণহত্যা বন্ধে জাসদের মানববন্ধন

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২১

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীসহ সরকারি বাহিনীর হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।  জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।

এ সময় বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধ না করা হলে, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার বাতিলের দাবিও জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা রীতিমত বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। তাই, অবিলম্বে জাতিসংঘের সক্রিয় হস্তক্ষেপও প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা কমিটির সদস্য মুনিরুজ্জামান মুনির, জাসদ নেতা শফিকুল ইসলাম, কর্নেল তাহের সংসদের জেলা সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগের জেলা সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)