জামালপুরে বহ্মপুত্র নদে নৌকা বাইচ

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৭

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুর সদর উপজেলার নরুন্দির ব্রহ্মপুত্র নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে নদের দুই পড়ে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের সমাবেশ ঘটে।

ঈদে মানুষের বাড়তি আনন্দ দেয়ার জন্য নরুন্দির যুব সমাজ এই নৌকা বাইচের আয়োজন করে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার বুধবার ফাইনার খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সদর উপজেলার মানিকারচরের হাফিজুরের দল প্রথম ও তুলশীরচরের  কবির হাসেনের দল দ্বিতীয় স্থান অধিকার করে।

প্রতিযোগিতায় জামালপুর সদর উপজেলার ৭টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পরস্কার বিতরণ করেন শিল্পপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখে খুশি স্থানীয়রা। তারা এই ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজকদের প্রতি আহবান জানান।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)