সাড়া জাগানো তিন প্রযুক্তি

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৬ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

প্রযু্ক্তির উৎকর্ষতা বেড়েই চলছে। বিজ্ঞানীদের নিত্যনতুন উদ্ভাবন চমকে দিচ্ছে মানুষকে। ফলে জীবন হয়েছে আরও সহজ। গত কয়েক বছরে প্রযুক্তি আর প্রযুক্তি পণ্যে মানুষের কল্পনার গণ্ডি অনেকটাই ছুঁয়ে ফেলেছে। কিন্তু তারপর এমন কিছু প্রযুক্তিপণ্য আসতে চলেছে যেগুলো সাড়া ফেলবে। এমনই তিন প্রযুক্তির খবর জানানো হলো।

‘স্বচ্ছ’ টেলিভিশন

যেন একটা জানলার কাঁচ – কিন্তু আসলে সেটা একটা স্বচ্ছ ডিসপ্লে, যা আবার একটা টাচস্ক্রিনও বটে৷ ভবিষ্যতের টেলিভিশন নাকি এ রকম হবে  ‘ফ্রেম ফাংশন’ থাকার ফলে টিভি বন্ধ করলেই স্ক্রিনটা গ্রাহকের পছন্দমতো একটা ক্লাসিক চিত্রকলায় পরিণত হয়ে বসার ঘরের শোভা বাড়াবে৷

ফেয়ারফোন ২

স্মার্টফোন তো আজকাল প্রায় সকলেরই আছে৷ ফেয়ারফোনের বিশেষত্ব হলো, তার টেকসই ও দীর্ঘ জীবন৷ ছোট ছোট পার্টস ভেঙে গেলে সহজেই নতুন করে লাগানো যায়৷ ফেয়ারফোন নির্মাতারা তাদের সরবরাহকারীদের কারখানায় শ্রমিকদের অবস্থার উন্নতি ঘটাতে সচেষ্ট৷ পরিবেশ সংরক্ষণের জন্য তারা বর্জ্য হ্রাসও করতে চান৷

স্মার্ট হোম

মনে রাখা দরকার, আইএফএ-তে হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ বাড়ির কাজের যন্ত্রপাতি প্রথম দেখানো হয় ২০০৮ সালে৷ আজ সে ধরণের যন্ত্রপাতি ছাড়া কোনো ইলেকট্রনিকস মেলা কল্পনাই করা যায় না৷ বাড়ির নানা কাজ ইতিমধ্যেই ডিজিটাল হয়ে পড়ছে৷ স্মার্ট হোম-এ বাড়ির কাজের বিভিন্ন যন্ত্রপাতি নেটওয়ার্ক করা থাকে৷ এই নেটওয়ার্কের পরিধিও ক্রমেই বেড়ে চলেছে৷ অন্যান্য যন্ত্রপাতিও ঢুকছে সেই নেটওয়ার্কে৷

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এজেড)