নাটোরে অস্ত্র রাখায় যুবকের ১০ বছর কারাদণ্ড

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৮

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে রাব্বি ইসলাম (২৩) নামের এক যুবককে ১০বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের বিশেষ ট্রাইবুনাল আদালত-৪ এর বিচারক এসএম হুমায়ন কবির এই আদেশ দেন। 

দ-প্রাপ্ত রাব্বি ইসলাম বড়াইগ্রাম উপজেলার কয়েন বাজার এলাকার নওশাদ আলীর ছেলে। 

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ১২ জুলাই রাতে বড়াইগ্রামের কয়েন বাজার এলাকায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি সহ রাব্বি ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা। ওইদিন রাতেই বড়াইগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট প্রদান করার পর সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক রাব্বি ইসলামকে দশ বছরের কারাদ- দেন।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)