রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির মানববন্ধন

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সাড়ে ১০টার দিকে  ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদ পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ইছা, বিএনপির নেতা সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রউফুননবী, আফজাল হোসেন খান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া শহর বিএনপির উদ্যোগে আলাদা  মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, বেনজির আহমেদ তাবরিজ, আলী আশরাফ নান্নু প্রমুখ।

বক্তারা এসময় বলেন, কোনো সভ্য দেশে এমন ঘটনা হতে পারে না, কোনো বিবেকবান মানুষ এই গণহত্যা মেনে নিতে পারে না । মিয়ানমারের বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি তারা আরও সোচ্ছার হওয়ার আহবান জানান।

বক্তারা জাতিসংঘ ও নোবেল কমিটির কাছে মিয়ানমারের নেত্রী সূ চির নোবেল ফিরিয়ে নেওয়ার আহবান জানান।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেডএ)