শিবচরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদারীপুরের কুতুবপুর ইউনিয়নের হাজী নালু বেপারীকান্দি গ্রামে এমেলি আক্তার (২২) নামে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এঘটনায় নিহতের স্বামী খবির সরদারকে (২৮) আটক করেছে শিবচর থানা পুলিশ।

পুলিশ জানায়, শিবচর উপজেলার হাজী নালু বেপারীকান্দি গ্রামের হাসু হাওলাদারের মেয়ের সাথে ছয় মাস আগে একই গ্রামের আদম আলী সরদারের ছেলে খবির সরদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মোবাইলে পর পুরুষের সাথে কথা বলা নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরেই শুক্রবার ভোররাতে কথা কাটাকাটির এক পর্যায়ে এমেলিকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী। পরে এমিলিকে হত্যা করে স্বামী খবির সরদার নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে তিনি তাতে সফল হননি।  

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দুলাল সরকার বলেন, লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)