মুখর হয়ে ওঠার অপেক্ষায় চবি ক্যাম্পাস

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

আগামীকাল রবিবার খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি)। ঈদুল আজহার টানা ১০ দিন ছুটি ভোগের পর পড়াশোনা ও শিক্ষার্থীদের আড্ডায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় চবি ক্যাম্পাস।

এর আগে গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ৮ ও ৯ সেপ্টেম্বর সরকারি বন্ধ থাকায় আগামীকাল খুলছে চবি।

ওইদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম পূর্বনির্ধারিত সময় অনুসারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা।

তিনি বলেন, ক্যাম্পাসে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর, ঝুপড়ি ও ক্যাম্পাসের প্রতিটি জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী দাউদুল হোসেন জানান, সামনে পরীক্ষা তাই মন চাইলেও বাড়িতে থাকা হলো না। ঈদ কাটিয়ে গতকাল শুক্রবার বিকেলেই ক্যাম্পাসে ফিরেছেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/আইকে/জেবি)