শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ: খালিদ

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ রাজনীতিবিদ- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মানবিকতা, অঙ্গীকারের দৃঢ়তা, উন্নয়ন দর্শন এবং স্বপ্ন দেখিয়ে একটি জাতিকে এগিয়ে নেয়ার এমন দৃষ্টান্ত, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আর দ্বিতীয়টি নেই।

শনিবার বিকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে সফল করতে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে যখন যুদ্ধাপরাধের বিচার চলছিল তখন শেখ হাসিনার বড় সমালোচক ছিল তুরস্ক। রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার মানবিকতা দেখে তুর্কি সরকারপ্রধান এরদোয়ান তার স্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন। তারা শেখ হাসিনার মানবিকতা দেখে মুগ্ধ। তারা বলছেন, শেখ হাসিনা বিশ্বের মানবিক নেত্রী। সারা বিশ্ব বলছে, শেখ হাসিনা একজন মানবিক নেতার নাম। তৃতীয় বিশ্বের কোনো রাষ্ট্রনায়কের এমন বৈশ্বিক নেতৃত্ব দ্বিতীয়টি আর নেই। শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়ন দর্শন আজকে সারা বিশ্বের বিস্ময়।’

খালিদ বলেন, ‘বিএনপি-জামায়াত শেখ হাসিনার এ নেতৃত্বকেই ভয় পায়। তারা আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনাকে বেশি ভয় পায়। রাজনৈতিকভাবে শেখ হাসিনার সঙ্গে পেরে উঠতে না পেরে, আজকে ষড়যন্ত্রকারীরা তার প্রাণনাশের চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘পঁচাত্তরেও রাজনৈতিকভাবে জাতির জনকের সঙ্গে না পেরে জাতীয় ও আন্তর্জাতিক একটি চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যাকে ঘিরে এমন যেকোনো চক্রান্ত রুখে দিতে আওয়ামী লীগের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই।’

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আগামী ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভাকে সফল করতে দলীয় নেতা ও সংসদ সদস্যদের নির্দেশ দেন। মতবিনিময় সভায় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগসহ আশপাশের জেলার নেতা ও সংসদ সদস্যরা যোগ দেন।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/টিএ/জেবি)