আবার স্বর্ণের দাম বেড়েছে

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৩ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের ‘২২ ক্যারেট’স্বর্ণের দাম হবে ৫০ হাজার ১৫৫ টাকা। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে।

রবিবার সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২/২২ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম চার হাজার ৩০০ টাকা, ২১/২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম চার হাজার ১০০টাকা, ১৮/১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম তিন হাজার ৬০০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম দুই হাজার ৩০০ টাকা, ২১/২১ ক্যারেট প্রতি গ্রাম রুপার মূল্য ৯০ টাকা।

নতুন দর অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা।

বিশ্ববাজারে দর বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে জানায় দিলীপ কুমার আগরওয়ালা।

আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা, ১৮ ক্যারেট ৪০ হাজার ৮২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৬ হাজার ২৪৪ টাকায় বিক্রি হয়েছে।

গত ২৮ জুলাই ও ১৩ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল সংগঠনটি।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেআর/জেডএ