‘গৌতম বুদ্ধ রোহিঙ্গাদের সাহায্য করবেন’

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রথম বারের মতো কথা বলেছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি বলেছেন, মহামতি গৌতম বুদ্ধ মিয়ানমার থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের সহায় হবেন।

সোমবার ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সরকারি বাহিনী ও কট্টরপন্থী বেসামরিক বৌদ্ধরা সহিংস দমন-পীড়ন চালাচ্ছে। তাদের নৃশংসতার মুখে রাখাইন থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাষ্ট্রবিহীন রোহিঙ্গারা কয়েক দশক ধরে মিয়ানমারে নির্যাতনের শিকার হচ্ছেন।

বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ দূত জানিয়েছেন, চলমান সহিংসতায় কমপক্ষে এক হাজার ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই রোহিঙ্গা।

দালাই লামা সাংবাদিকদের বলেন, ‘যারা মুসলিমদের ওপর নিপীড়ন করছেন তাদের গৌতম বুদ্ধের কথা মনে করা উচিত। তিনি অবশ্যই অসহায় রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করবেন। এটি খুবই দুঃখজনক।’

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসআই)