আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:০১

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে পাট বাছাইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জিন্নাত মোল্যা নামে একজন নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল হাসপাতালে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।

এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- নুরনাহার, গোলাম রব্বানি ও কামরুল মোল্লা।

জানা গেছে, উপজেলার বানা  ইউনিয়নের আড়পাড়া গ্রামে মোশারেফ মোল্যা গং ও গোলাম রাব্বানি গং-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার বিকালে পাট বাছাইকে কেন্দ্র করে মোশারেফের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জিন্নাত মোল্যার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় আহত নুরনাহার, গোলাম রব্বানি ও কামরুল মোল্লাকে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে জিন্নাত মোল্যা ও নুরনাহারে অবস্থা গুরুতর হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টার জিন্নাত মোল্যা চিকিৎসারত অবস্থায় মারা যান।

নিহতের চাচাতো ভাই ইমদাদুল হক বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেছেন।

এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি সেলিমুজ্জামান, ওবায়দুর মোল্যা, সাবু  ও শাহাবুদ্দিনকে ঘটনাস্থল থেকে রামদাসহ আটক করে।

নিহত জিন্নাত মোল্যাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে তাকে দাফন করা হবে।

থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল করিম বলেন, নিহতের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)