মুশফিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মার্করাম

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ। মূল সিরিজ শুরুর আগে ২১-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ। সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেনোনিতে।

টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। এই ম্যাচে তারা অধিনায়ক করেছে এইডেন মার্করামকে। ঘরোয়া ক্রিকেটে টাইটান্স দলের অধিনায়ক তিনি।

সাউথ আফ্রিকা সফরে মোট দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ৬ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ১৫, ১৮ ও ২২ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ২৯ অক্টোবর।

সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেন স্কোয়াড:

এইডেন মার্করাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুহলে কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এসইউএল)