দেশের সব জেলায় রেললাইন হবে: সংসদে মুজিবুল

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের কোনো জেলা রেলওয়ে নেটওয়ার্কের বাইরে থাকবে না, পর্যায়ক্রমে সব জেলায় রেললাইন হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী  মুজিবুল হক।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাসদের মঈন উদ্দিন খান বাদলের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী দেশজুড়ে রেললাইন বিস্তৃত করার ভবিষ্যৎ প্রকল্পগুলোর কথা তুলে ধরেন সংসদে। তিনি বলেন,  ‘আগামী ২০৩০ সালের মধ্যে দেশের আরো ১৫টি জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনতে সরকার প্রকল্প গ্রহণ করেছে। রেলওয়ের যেসব প্রকল্প চলমান রয়েছে এগুলো বাস্তবায়িত হলে ২০২২ সালের মধ্যে দেশের ৯টি জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে। জেলাগুলো হলো মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান, কক্সবাজার ও নড়াইল।’

সরকার ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা সরকার অনুমোদন দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের আরো ছয়টি জেলা শেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী ও বরগুনা রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে।

দেশের অবশিষ্ট জেলাগুলো পর্যায়ক্রমে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

আগামী এক-দুই মাসের মধ্যে কক্সবাজার থেকে ঘুনদুম পর্যন্ত রেললাইন নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মুজিবুল হক বলেন, ‘কক্সবাজারে রেললাইন যাবে এটা শতভাগ সত্য। যেহেতু চট্রগ্রাম থেকে দোহাজারি পর্যন্ত রেললাইন আছে, তাই দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ ১০০ কিলোমিটার রেললাইন করা হবে।’

রেলমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি দোহাজারি হয়ে রামু এবং সেখান থেকে কক্সবাজার যাবে। আবার রামু হয়ে ঘুনদুম যাবে। রেললাইনটি দুই দিকে যাবে, একটা কক্সবাজার আর আরেকটা যাবে মিয়ানমারের বর্ডার ঘুনদুম পর্যন্ত।’

মহিউদ্দিন খান বাদলের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার কর্ণফুলী নদীর উপর কালুরঘাট ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর জন্য অর্থায়নের প্রয়োজন। অর্থায়নের ব্যাপারে যেহেতু কোরিয়ান সরকারের সম্মতি পেয়েছি, আলোচনা চূড়ান্ত। অল্প কিছুদিনের মধ্যে কোরিয়া থেকে প্রতিনিধিদল আসবে, তারা আসলে তাদের সাথে আমাদের ইআরডির চুক্তি হবে। তারপর ঋণের জন্য প্রক্রিয়া শুরু হবে, আর ঋণ চূড়ান্ত হলেই ব্রিজ নির্মাণ করার প্রদক্ষেপ নেব।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এনআই/)