গাইবান্ধায় পিস্তলসহ মাদক চোরাকারবারী গ্রেপ্তার

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৭

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, চারটি মোবাইল ও ৩০ পিস ইয়াবাসহ মো. রাকিব ইসলাম ওরফে চেংটু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পশ্চিম পান্তাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাকিব ইসলাম পশ্চিম পান্তাপাড়া এলাকার আব্দুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের সূত্রে সি-সার্কেল সিনিয়র এএসপি রেজিনূর রহমান ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার ভোরে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে পিস্তল, দুই রাউন্ড তাজাগুলি, একটি ম্যাগজিন, চারটি মোবাইল ও ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমার বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। এর আগেও তার নামে তিনটি মাদকের মামলা রয়েছে। আজ দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম ঢাকাটাইমসকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল রাকিব অস্ত্র নিয়ে গভীররাতে ইয়াবাসহ ঘুরে বেড়াতো। এরই সূত্র ধরে দীর্ঘদিনের প্রচেষ্টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর