পশুর ৮০ হাজার নিষিদ্ধ ইনজেকশনসহ বেনাপোলে আটক ১

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৬

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটইমস
ফাইল ছবি

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কাউন্টার থেকে ৮০ হাজার পিস পশুর নিষিদ্ধ ইনজেকশসহ এক বাংলাদেশিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তার নাম হোসাইন মিন্টু।

মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

আটক মিন্টু শরিয়তপুরের আমির হোসেনের ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুস সাদেক  জানান, ভারত থেকে আসা হোসাইন মিন্টু (৪৮) নামে এক পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট কাস্টমস কাউন্টারে প্রবেশে পর তার লাগেজ তল্লাশি করা হয়। পরে আমদানি নিষিদ্ধ ৮০ হাজার পিস ভারতীয় পশুর ইনজেকশনসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)