সিরাজদিখানে কারেন্ট জাল জব্দ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৫

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ অভিযানের খবর পয়ে কারেন্ট জাল বিক্রেতারা পালিয়ে যায়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাছিরউদ্দিন জানান, সকালে সিরাজদিখান বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। সিরাজদিখানে বাজারের সাপ্তাহিক হাটে গিয়ে কিছু না পেয়ে পাশের ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে খোলা স্থানে অস্থায়ী দোকান বসিয়ে কয়েকজন বিক্রেতা নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করছিল। খবর পেয়ে আদালত সেখানে অভিযান পরিচালনা করতে যায়।  আদালতের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা পালিয়ে যায়। আদালত সেখান থেকে প্রায় ত্রিশ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে।

পরে আদালতের নির্দেশে জব্দ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, সহকারী  মৎস্য কর্মকর্তা যুধিষ্টির রায় প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)