সিরাজদিখানে ডিবি পরিচয়ে ছয় লাখ টাকাসহ ‘অপহরণ’

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকাসহ নিরঞ্জ রায় নামে এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে।

বুধবার উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়ইহাজী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা শাখার ন্যাশনাল ব্যাংক থেকে নিরঞ্জন রায় ৬ লাখ টাকা উত্তোলন করে বড়ইহাজী গ্রামে তার ভায়রা সঞ্জিত রায়ের বাড়িতে যান। ভায়রার বাড়ি পৌঁছানোর পাঁচমিনিট পরই  ৫/৬ সদস্যের অপহরণকারী দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে নিরঞ্জন রায়কে টাকাসহ তাদের সাথে আসতে বলে। নিমতলা রাজানগর সড়কে আসার পরই তারা টাকাসহ নিরঞ্জনকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে পালিয়ে যায়। নিরঞ্জন রায় উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের চন্ডি রায়য়ের ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আমি লোক মুখে শুনে স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিচ্ছি।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)