কুমিল্লায় দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৭ উপলক্ষে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) আজ বুধবার বিকেলে নগরীর টাউনহল মাঠে এ মেলার আয়োজনে করে।

রঙিন বেলুন উড়িয়ে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম মেলার উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান, তথ্য মেলার আহবায়ক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান ও সনাক কুমিল্লার সদস্য রোকেয়া বেগম শেফালী। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় ২১টি সরকারি ও ৯টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)