সুদ দিতে না পারায় কৃষকের আত্মহত্যা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

সুদের টাকা দিতে না পারায় যশোরের শার্শা উপজেলার আশরাফুল ইসলাম নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। ইঁদুর-তেলাপোকা মারার ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেন। আশরাফুল ওই উপজেলার মাটিপুকুর গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের ছেলে শফিকুল ইসলাম এবং আত্মীয় নজরুল ইসলাম জানান, আশরাফুল একই গ্রামের শামসুর রহমানের কাছ থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। শর্ত ছিল মাসে দশ হাজার টাকা করে সুদ দিতে হবে। পাঁচ বছরে তিনি সুদসহ প্রায় দশ লাখ টাকা দিলেও সুদের টাকা শোধ হয়নি বলে শামসুর রহমানের দাবি।

তিনি এখনও তিন মাসের সুদ বাবদ ত্রিশ হাজার টাকা দিতে বলেন।

তারা আরও জানান, মঙ্গলবার সুদের কিস্তি পরিশোধের কথা ছিল। কিন্তু আশরাফুল যোগাড় করতে না পারায় শামসুর রহমান তাকে গালমন্দ করেন। বিকাল সাড়ে তিনটার দিকে মনের কষ্টে ইঁদুর-তেলাপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আশরাফুল। টের পেয়ে পরিবারের লোকজন তাকে যশোর  জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক গোলাম মুর্তজা আশরাফুলের মৃত্যু নিশ্চিত করেন।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, এমন ঘটনা তার জানা নেই।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)