নকিয়ার ১০ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৬

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

১০ জিবি র‌্যামের শক্তিশালী একটি ফোন আনছে নকিয়া। ফ্লাগশিপ এই ফোনটির কনসেপ্ট ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রকাশিত তথ্য মতে ফোনটির মডেল নকিয়া এক্সপ্লাস প্রো। এই ফোনটিতে ২৫৬ জিবি রম ও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর ব্যবহৃত হচ্ছে।

ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির ওলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৮৮০x২৫৯০ পিক্সেল। এতে ৬৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। 

অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৩২ এবং ২৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সংযোজন করা হবে। 

২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ফোনটি বাজারে আসবে। এর মূল্য ৯০০ ডলার।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এজেড)