রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে মরক্কোর বিমান চট্টগ্রামে

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৬ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৯

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
ফাইল ছবি

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মরক্কো। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭০টি তাঁবু, এক হাজার কম্বল, এক লট মেডিকেল কিটস, দুই টন দুধ, চার টন চাল ও মেট্রেস।

এই ত্রাণ নিয়ে মরক্কো এয়ারের একটি কার্গো বিমান বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান এবং জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন কিংডম অব মরক্কোর বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত এম ভি মজিদ হালিম।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠানো হয়। বৃহস্পতিবার ভারত ও ইন্দোনেশিয়া থেকেও রোহিঙ্গাদের জন্য ত্রাণ আসার কথা রয়েছে।

সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ব্যাপক দমন-নিপীড়ন চালায় দেশটির সেনাবাহিনী। সেখানে গণহত্যা চলছে বলেও অভিযোগ ওঠেছে। নির্যাতনের মুখে টিকতে না পেরে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সরকার মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিচ্ছে। তবে তাদের নাগরিককে ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/জেবি)