ঝিনাইদহে ২০০ বস্তা সরকারি চাল জব্দ, কর্মকর্তাসহ আটক ৩

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহ শহরের বাঘাযতীন সড়কের মধু এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জসিম উদ্দিনসহ তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলা শহরের বাঘাযতিন সড়কের মধু এন্টারপ্রাইজে খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত চাল বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ওই দোকানের গুদাম থেকে সরকারি সিলযুক্ত ২০০ বস্তা চাল জব্দ করা হয়। এসময় দোকানের মালিক ওলিয়ার রহমান পালিয়ে গেলেও মধু এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিব উদ্দীন ও মালিকের ভাই রাকিব উদ্দীনকে আটক করা হয়।  পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করা হয়।

অভিযানকালে ঝিনাইদহের র‌্যাব-৬ এর সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)