প্লেয়ার ড্রাফটে উল্লেখযোগ্য বিদেশি খেলোয়াড় যারা

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর। এইদিন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে সাতজন করে দেশি খেলোয়াড় ও দুইজন করে বিদেশি খেলোয়াড় কিনতে হবে। বিপিএলের এবারের আসরে অংশ নিবে মোট সাতটি দল।

প্লেয়ার ড্রাফটে মোট ২০৮ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এর মধ্যে আইসিসি’র সহযোগী দেশগুলো থেকে রয়েছেন মোট ১৪ জন খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় রয়েছেন আজহার আলী, দিনেশ চান্দিমাল, গ্যারি ব্যালান্স, কামরান আকমল, মিসবাহ-উল-হক, টিম ব্রেসনান ও উপুল থারাঙ্গা।

এই সাতজন হলেন ‘এ’ গ্রেডের খেলোয়াড়। তাদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ডলার। ‘বি’ গ্রেডে রয়েছেন জেক বল, জেসি রাইডার, সোহেল তানভীর। তাদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলার।

আগামী ২ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সুরমা সিক্সার্স সিলেট।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এসইউএল)