পল্লবীতে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩২

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

রাজধানীর জলাবদ্ধতা দূরীকরণ ও খালগুলোর নাব্যতা রক্ষায় পল্লবীর বাইশটেকি খালের উপর ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা জেলা প্রশাসন ও উত্তর সিটি করপোরেশন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  ঢাকা জেলার উপ-রাজস্ব কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।

ইলিয়াস মেহেদী বলেন, ঢাকা মহানগরের মোহাম্মদপুর সার্কেলাধীন উত্তর সেনপাড়া পর্বতা মৌজায় অবস্থিত বাইশটেকি খালটির সিটি রেকর্ডে ২৪৯৭২, ২৫৩৫১ নম্বর দাগের খালের উপর প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জলাবদ্ধতা দূরীকরণ ও খালগুলোর নাব্যতা রক্ষা এবং ঢাকার সব খালের অবৈধ দখলদার ও স্থাপনাগুলো চিহ্নিত করে উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা, কেয়া দেবনাথ, শারমিন ইয়াসমিন, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাদন ফকির, ঢাকা ওয়াসা, বিদ্যুৎ বিভাগ, সিটি করপোরেশন, ও ঢাকা জেলা প্রশাসনের ৫০জন কর্মকর্তা কর্মচারী এবং ঢাকা মহানগর পুলিশের ৩০ সদস্যের একটি দল।

ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এএ/জেডএ