চিটাগং ভাইকিংসের প্রধান কোচ নুরুল আবেদীন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:১০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নুরুল আবেদীন নোবেলকে প্রধান কোচ করেছে চিটাগং ভাইকিংস। ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সময়ে তিনি বাংলাদেশ দলের হয়ে চারটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

বিপিএল সামনে রেখে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি এখন দল গোছানোর কাজ করছে। তারই অংশ হিসাবে প্রধান কোচ নিয়োগ দিলো চিটাগং ভাইকিংস। গত দুই আসরে দলটির অধিনায়কত্ব করা তামিম ইকবাল এবার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

আইকন খেলোয়াড় হিসাবে এবার চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন সৌম্য সরকার। আগামী ১৬ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফট। এদিন প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল সাজাবে। প্লেয়ার ড্রাফটে প্রত্যেকটি দলকে কমপক্ষে সাতজন করে দেশি খেলোয়াড় ও দুইজন করে বিদেশি খেলোয়াড় কিনতে হবে। গত আসরে প্লে-অফ পর্বে খেলেছিল চিটাগং ভাইকিংস।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এসইউএল)