সিকিম মন্তব্যে ক্ষমা চাইলেন প্রিয়াংকাও

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৯

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের অন্যতম শান্ত রাজ্য সিকিমকে অশান্ত বলে মন্তব্য করায় নানা দিক থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বলিউডের সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। শেষমেষ নিজের ভুল বুঝতে পেরে ই-মেইল মারফত সকলের কাছে ক্ষমা চাইলেন নায়িকাও। এর আগে মেয়ের করা দায়িত্বহীন মন্তব্যের জন্য সিকিম সরকারের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেন প্রিয়াংকার মা মধু চোপড়া। 

সম্প্রতি ‘পাহুনা’ নামের একটি ছবির শুটিং হয় সিকিম রাজ্যে। যার প্রযোজক প্রিয়াংকা নিজেই। ছবিটি টরন্টো চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে। সেই উপলক্ষেই কানাডার সংবাদমাধ্যমকে প্রিয়াংকা বলে বসেন,  ‘উত্তর-পূর্ব ভারতের একটি ছোট্ট রাজ্য সিকিম। এর আগে সেখানে কখনও ছবি তৈরি হয়নি। কারণ জঙ্গি আন্দোলনের চাপে ওখানকার পরিস্থিতি খুবই অশান্ত।’

বিষয়টা জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়। ভারতের অন্যতম শান্ত রাজ্য সম্পর্কে কী করে তিনি এমন মন্তব্য করলেন, তাই নিয়ে শুরু হয় কাটাছেঁড়া। অনেকেই পিয়াংকাকে উদ্দেশ করে বলতে থাকেন,  ‘যা জানেন না, তা নিয়ে কথা বলবেন না।’

ক্ষেপে যান সিকিমের পর্যটনমন্ত্রী উগেন গ্যাৎসোও। তিনি প্রিয়াংকার মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেন,  প্রিয়াংকা একজন আন্তর্জাতিক তারকা। তার মতো একজন তারকার কাছ থেকে এমন বাজে মন্তব্য কখনোই আশা করা যায় না।’

‘পাহুনা’ ছবিতে অতিথিশিল্পী ছিলেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রিয়াংকার মন্তব্যে আহত তিনিও। বলেন,  প্রিয়াংকার বক্তব্য সিকিমবাসীদের আঘাত করেছে। সিকিমের ভারতে অন্তর্ভুক্তি নিয়ে ভাবাবেগ থাকলেও সেটা কখনও কোনো অশান্তির জন্ম দেয়নি। এখন সিকিমের মানুষ নিজেদের ভারতবাসী বলেই মনে করেন। উত্তর-পূর্বের কিছু রাজ্য অশান্ত ঠিকই। তার জন্য সামগ্রিক ভাবে উত্তর-পূর্বকেই অশান্ত বলে চালিয়ে দেয়ার প্রবণতা ঠিক নয়।’

প্রিয়াংকা চোপড়ার করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ‘পাহুনা’ ছবির পরিচালক পাখি টায়ারওয়ালাও। পর্যটনমন্ত্রী উগেন গ্যাৎসো নিজেই এ সব জানিয়েছেন। বলেছেন,  ‘সকলেই জানেন সিকিমের মানুষ শান্তিপ্রিয়। প্রিয়াংকারা ক্ষমা চেয়েছেন। আমার তা গ্রহণ করলাম। এর পরেও সিকিমে যাঁরা শুটিং করতে আসবেন, একই রকম সমাদর পাবেন।’

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএইচ