মেধাবীদের মাঝে বই ও পুরস্কার বিতরণ মিরাজের

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৭ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও পুরস্কার বিতরণ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ তারকা মেহেদী হাসান মিরাজ। গতকাল নিজ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি জেএসসি পরীক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

গতকাল নিজের ফেসবুক পেইজে দুইটি ছবি আপলোড করে মেহেদী হাসান মিরাজ লিখেন, ‘মেহেদী মিরাজ কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর পক্ষ থেকে আজ জেএসসি পরীক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেয়া হয়’।

‘মেধাবী শিক্ষার্থীদের বই ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেদী হাসান মিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা জালাল হোসেন সহ আরও অনেকে।

গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় খুলনার ছেলে মেহেদী হাসান মিরাজের। তিনি ইতোমধ্যে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের হয়ে খেলেছেন।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)