ময়মনসিংহে পর্যটকদের চোখ টানে বড় মসজিদ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৩

মনোনেশ দাস, ময়মনসিংহ

বছরব্যাপী মুসলমানদের ঘন উপস্থিতি থাকলেও শুক্রবার জুমার নামাজে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় মসজিদে ভিড় বাড়ে।

বৃটিশ আমলে শহরের ব্রহ্মপুত্র নদ তীরবর্তী চকবাজারে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়।

নামাজের জন্য আধুনিক সকল সুবিধাই আছে এ মসজিদে। তিন তলার মসজিদটি এক দশমিক নয় একর জমির ওপর বিশাল মিনার আর দুই ইমারতের মনকাড়া সুশোভিত গম্বুজবিশিষ্ট।

জানা গেছে, বড় মসজিদটি ব্রিটিশ আমলে চকবাজারে একখণ্ড পতিত জমিতে এলাকার মুসলমানরা নামাজ আদায়ের লক্ষ্যে ছোট্ট একটি টিনের ছাপড়া ঘর তৈরির মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু করেন।

মসজিদটি এখন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়ে আসছে। এই মসজিদকেন্দ্রিক আছে একটি হাফেজি মাদ্রাসা, লাইব্রেরি।

দৈর্ঘ্যে ১০৫ ফুট এবং প্রস্থে ৮৫ ফুটের মসজিদটিতে ১৮টি কাতার রয়েছে প্রত্যেক তলায়। কমপক্ষে ৫ হাজার মুসলমান একসাথে এখানে নামাজ আদায়ে রত হন।

সরকারি তথ্যপ্রাপ্ত ইতিহাস বলছে,  ১৯৩৫ সালে বেঙ্গল ওয়াক্ফ অ্যাক্টের আওতাধীন মসজিদটি পাবলিক আ্যাস্টেটে রূপান্তরিত হয়।

সেসময় হযরত মাওলানা ফয়জুর রহমান (রহ.) দীর্ঘ ৫৬ বছর বড় মসজিদের ইমামের দায়িত্ব পালন করেন।

যুগ যুগ ধরে ময়মনসিংহ শহরে মাথা উঁচু করে থাকা এই প্রাণজুড়ানো মিনার ও মসজিদ চোখ টানে বহু পর্যটকের।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমডি/এলএ)