টাইগারদের সাউথ আফ্রিকা যাত্রা আজ

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:২১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ। মূল সিরিজ শুরুর আগে আগামী ২১-২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই সিরিজ সামনে রেখে আজ সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাই আজ সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন টেস্ট সিরিজে দলে থাকা খেলোয়াড়রা। সকাল দশটায় ইতোমধ্যে পাঁচজন খেলোয়াড় রওয়ানা দিয়েছেন।বাকিরা রওয়ানা দিবেন সন্ধ্যা সাড়ে সাতটায়। টেস্ট সিরিজ শেষে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৬ অক্টোবর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৯ অক্টোবর।

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, ‍শুভাশিস রায়।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)