বাংলাদেশ সিরিজের আগে হঠাৎ অবসরে ডুমিনি

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ দল ঢাকা ছেড়েছে। কয়েকদিন পর শুরু টেস্ট সিারজ। অথচ তার আগেই হুট করে টেস্ট ক্রিকেট এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেপি ডুমিনি। মানে সাদা পোশাকের ক্রিকেটে আর দেখা যাবে না এই প্রোটিয়া ক্রিকেটারকে।

এখন থেকে তিনি শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটই খেলবেন। অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর এক সাক্ষাৎকারে দিতে গিয়ে ডুমিনি বলেছেন, ‘ক্রিকেট ছাড়ার পর হাতে অবশ্যই একটু বেশি সময় পাবো। সেই সময়টা দিতে চাই, আমার পরিবারকে। বন্ধুদের। কেপ কোবরাকে এবং অবশ্যই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে যে কোনও সাহায্য করার জন্য প্রস্তুত থাকবো। দেশের হয়ে ৪৬টি টেস্ট খেলতে পারাটা এবং কেপ কোবরার হয়ে ১০৮টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলাটা সত্যিই আমার কাছে সৌভাগ্যের।’

ডুমিনি এবার থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন। কেপ কোবরার ক্ষেত্রেও তাই। প্রথম টি টোয়েন্টি গ্লোবাল লিগেও ডুমিনি কেপ কোবরাকে নেতৃত্ব দেবেন। হঠাৎই ডুমিনির টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়াতে অবাক হয়েছেন বিশ্বের অনেক ক্রিকেটপ্রেমীই।

 (ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/ডিএইচ)