অনলাইন ফেয়ার শুরু কাল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দিন দিন আনলাইনে কেনাকাটা জনপ্রিয় হচ্ছে। অনেক পছন্দের জিনিস এখন অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পপাওয়া যায়। আর অনলাইন শপগুলোকে এক ছাদের নিচে আনছে বাংলাদেশ অনলাইন বিজনেস ফোরাম।

প্রথমবারের মতো ই-কমার্স শপ বিক্রেতা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ অনলাইন ফেয়ার-২০১৭।  আগামীকাল রবিবার থেকে পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। রবিবার সকাল সাড়ে ১০টায় মেলার উদ্বোধন করবেন বেসিসের সভাপতি মোস্তফা জব্বার। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে হবে এ মেলা।

মেলায় থাকবে দেশি-বিদেশি কাপড়, কসমেটিক্স, জুয়েলারি, মেন্স কালেকশন, ফার্নিচার, লেদার প্রোডাক্ট ও হ্যান্ডিক্রাফটসহ ক্রিয়েটিভ আইটেম।

কিডস কালেকশন নিয়ে  ৫০টি ই-কর্মাস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান মেলার আয়োজকরা। মেলায় বিভিন্ন অফারসহ রয়েছে কেনাকাটায় ফুড কুপন। যে কুপন দিয়ে ফ্রি খাওয়া যাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/জেআর/জেডএ)