গফরগাঁওয়ে বিনামূল্যের বই বিক্রির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২২

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়নসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যের বই বিক্রি ও অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছেন।

রবিবার সকালে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সামনে গফরগাঁও-হোসেনপুর সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফি, পরীক্ষার ফি’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও বিদ্যালয় থেকে বিনামূল্যের বই বিক্রির সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন অভিভাবক আলতাব হোসেন, আসবাক হায়দার, মোবারক হোসেন দুলাল, এমদাদুল হক, বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আলী আহমেদ, নবম শ্রেণির ছাত্র জাহীদ হাসান, সপ্তম শ্রেণির ছাত্র সাব্বীর প্রমুখ।

এ সময় অভিভাবকরা অভিযোগ করেন, বই বিক্রির সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ প্রধান শিক্ষক জড়িত। ওনারা নিজেদের বাঁচাতে নিরীহ দপ্তরীকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত গত ৩১ আগস্ট শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের বিনামূল্যে বিতরণের বই সের  (কেজির থেকে কম) দরে বিক্রির সময় বিদ্যালয়ের পাশেই গলাকাটা বাজারে জনতা জব্দ করে। পরে জনতার হাতে আটক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৬ হাজার বই উপজেলা প্রশাসন জব্দ করে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)