রামগতিতে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৮

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে মেহরাজ উদ্দিন নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় সাহরাজ উদ্দিন ও মো. বেচু মিয়া নামে আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত সাহরাজকে নোয়াখালীর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর আহত বেচুকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

রবিবার সকালে উপজেলার রামগতিরহাট মাছঘাটের অদূরে আশ্বিনী খালের মোহনায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত মেহরাজ চর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার শফিক উদ্দিনের ছেলে। 

স্থানীয় চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন জানান, মেহরাজ, সাহরাজ ও বেচুসহ ১৪-১৫ জন জেলে স্থানীয় মুকিত মাঝির ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফিরছিলেন। আশ্বিনী খালের মোহনায় এলে তাদের ট্রলারে উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মেহরাজ নিহত হন এবং সাহরাজ ও বেচু আহত হন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)