বিমানের সিটে মিলল সাড়ে চার কেজি সোনা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের ভেতর থেকে সাড়ে চার কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল, যেগুলো সিঙ্গাপুর ফেরত আসা একটি বিমানের সিটের ভেতর বিশেষভাবে লুকানো ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার সকাল আটটায় সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটে এসব সোনা পাওয়া যায় বলে জানিয়েছে প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

তিনি জানান, সিটের ফোম ওঠানোর পর দেখা যায় ছোট একটি কালো ব্যাগ আঠা দিয়ে সিটের ভেতরের অংশে লাগানো। ব্যাগটি খোলার পর ভেতরে টেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি সোনার বিস্কুট পাওয়া যায়।

উদ্ধার করা এসব সোনার ওজন ৪.৬৪ কেজি। এগুলো আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানান সাইফুল।

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এমআর