ট্রাফিক সার্জেন্টের দায়িত্বে ভাবনা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৬

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

প্রথমবারের মত ট্রাফিক সার্জেন্টের ভূমিকায় অভিনয় করছেন শোবিজ জগতের সুপরিচিত মুখ আশনা হাবিব ভাবনা। ‘তোমার হাত ধরব বলে’ শিরোনামের একটি টেলিফিল্মে এমন চরিত্রে দেখা যাবে ‘ভয়ংকর সুন্দর’ তারকাকে। টেলিফিল্মটিতে ভাবনার চরিত্রটির নাম শম্পা। এতে তাঁর বিপরীতে দেখা যাবে ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ সজলকে।

ট্রাফিক সার্জেন্ট চরিত্রটি নিয়ে ভাবনা জানান, ‘রবিবার উত্তরার রাস্তায় শুটিং করেছি। প্রচণ্ড গরম ছিল। রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে শুটিং করতে হয়েছে। কালকেই বুঝেছি ট্রাফিক সার্জেন্ট কত কষ্ট করে দায়িত্ব পালন করেন। আজকেও শুটিং আছে। তবে উত্তরায় নয়, আজকের শুটিং সাভারে।’

তিনি আরও জানান, প্রথমে কেউ কেউ বুঝতে পারেননি শুটিং হচ্ছে। যখন বুঝতে পেরেছেন তখন সবাই আমাকে দেখে হেসে দিয়েছেন। ট্রাফিক সাজের্ন্ট নারী কিংবা পুরুষ হতে পারে। কাজটা অনেক কঠিন। পেশাটাকে আমি সম্মান করি। আমরা অনেকে ট্রাফিক নিয়ম কানুন মানতে চাই না। এ কারণে অনেক দুর্ঘটনা ঘটে। সবার সচেতনতা দরকার। সময় বাঁচাতে গিয়ে আইন অমান্য করা একেবারেই ঠিক নয়।’

অন্যদিকে স্বারক চরিত্রে অভিনয় করছেন সজল। তার গাড়ির কাগজপত্র ঠিক থাকে না। ধরা খান ট্রাফিক সার্জেন্ট ভাবনার হাতে। এভাবেই সজলের সাথে তাঁর পরিচয় হয়। এভাবেই এগিয়ে যাবে ঠেলিফিল্মের কাহিনি। তবে টেলিফিল্মের শেষে কী হবে তার জন্য চোখ রাখতে হবে টিভির পর্দায়।  

ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এএইচ