ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৭৫ শতাংশ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৪

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে সম্মান শ্রেণির  প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল সোমবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ১৪.৭৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। মোট  চার হাজার ১৬৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষায় ১৮৭ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন ইংলিশ মিডিয়াম থেকে আসা  ইমতিয়াস হোসেন চৌধুরী। ১৮৫ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকা সিটি কলেজের রাকিবুর রহমান চৌধুরী। ১৮৩ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সরকারি হাতেম আলী কলেজের খায়রুল ইসলাম।  

সোমবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফলাফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে মোট ২৯ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। যার মধ্যে পাস করেছেন চার ১৬৮ জন। এক হাজার ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার এই ইউনিটের অধীনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত চলা ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)