শিশুদের জন্য ট্যাব আনলো স্যামসাং

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শিশুদের জন্য বিশেষ একটি ট্যাব তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। ট্যাবটি জনপ্রিয় কার্টুন চরিত্র নিনজা থিমে ডিজাইন করা হয়েছে। যাতে করে ট্যাবটি শিশুদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। 

ট্যাবটির মডেল গ্যালাক্সি কিডস ট্যাবলেট ৭.০।

ট্যাবটি ৪.৪ অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চলবে। এটি পুরনো অ্যানড্রয়েড ভার্সন হলেও শিশুদের গেমস খেলার জন্য উপযোগী।

ট্যাবটি দ্যা লিগো নিনজাগো মুভি এডিশনে তৈরি করা হয়েছে। শিশুদের হাত থেকে ট্যাবটি যাতে পড়ে গিয়ে ভেঙে না যায় এজন্য সফট কেসিং ব্যবহার করা হয়েছে। 

ট্যাবটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে থ্রিডি লেগো নিনজা। ফলে ট্যাবটি শিশুদের জন্য চিত্রাকর্ষক হবে। 

নতুন এই ট্যাবটিতে শিশুদের উপযোগী বেশ কিছু জনপ্রিয় গেমস প্রি-ইনস্টল করা আছে। আছে শিক্ষামূলক কনটেন্টও। এগুলো ড্রিমওয়ার্ক অ্যানিকেশনে তৈরি। ট্যাবটিতে তিনমাসের ফ্রি সাবক্রিপশন মিলবে। 

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)