বন্যার্তদের পাশে আইসিএমএবির শিক্ষার্থীরা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের উত্তরাঞ্চলের ছয় শতাধিক বন্যার্তদের মাঝে খাবার, ঔষধ ও বস্ত্র বিতরণ করেছে দ্যা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর শিক্ষার্থীরা। ১৮ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার, রৌমারী উপজেলার কাশিয়ারচরে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। 

ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী, শিক্ষক ও সদস্যদের সহযোগিতায় ত্রাণ বিতরণ কাজে অংশ নেন আইসিএমএবি ছাত্র ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী মাহেদি আলম, মারফিসহ আরও অনেকে। 

এ নিয়ে মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকাটাইমসকে বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আইসিএমএবির শিক্ষার্থীরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশ নেন। বিশেষ করে রক্তদান কর্মসূচী, শীত বস্ত্র বিতরণ, অসুস্থ রোগীর জন্য তহবিল সংগ্রহ, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা দেয়ার কাজটি নিয়মিত করে আসছে। এরই ধারাবাহিকতায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কাজে অংশ নেয়া হয়।’ 

এর আগে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সহপাঠী, শিক্ষক ও ইনস্টিটিউটের সদস্যদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে। এরপর ত্রাণ নিয়ে বেড়িয়ে পরে কুড়িগ্রাম জেলার বন্যা দূর্গত এলাকায়। সেখানে গিয়ে দূর্যোগে আক্রান্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। 

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এজেড)