ইয়েমেন আগ্রাসনের মধ্যেই সৌদি-ব্রিটেনের সামরিক চুক্তি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সামরিক এবং নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্রিটেন ও সৌদি আরব। রিয়াদ যখন তিন বছর ধরে ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রেখেছে তখন এ চুক্তি করল লন্ডন।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন এবং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান চুক্তিতে সই করেছেন। এছাড়া তারা সামরিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন। তবে চুক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি এসপিএ। যুবরাজ মুহাম্মাদ সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।

গত ডিসেম্বরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, আগামী এক দশকের মধ্যে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর প্রতিরক্ষা খাতে তার দেশ ৪০৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার আগে তেলসমৃদ্ধ রাজতন্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চাইছে ব্রিটেন।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসআই)