আরো ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরো ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।

জানা যায়, এ পর‌্যন্ত মোট ৯ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুই লাখ টন চাল দেশে এসেছে। আগামী নভেম্বরের মধ্যে বাকি চাল দেশে পৌঁছাবে। সরকারি মজুদ বাড়াতে চলতি অর্থবছরে সরকারিভাবে ১৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়ে রেখেছে সরকার।

অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, আজকের বৈঠকে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির বিষয়টি অনুমোদন দিয়েছে কিমিটি। প্রতি টন ৪৩৮ মার্কিন ডলারে এ চাল সরবরাহের দায়িত্ব পেয়েছে থাইল্যান্ডের প্রতিষ্ঠান মেসার্স সিয়াম রাইস ট্রেডিং লিমিডেট। ৫০ হাজার টন চাল আনতে মোট খরচ হবে টাকায় ১৮১ কোটি ৭৭ লাখ

দেশের হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসলহানির পর দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়ে ফসলের। এর মধ্যে  সরকারের গুদামে মজুদ নেমে আসে তলানিতে। ইতিমধ্যে বাজারে বাড়তে থাকে চালের দাম। শুধু গত দুই সপ্তাহে প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ১২ থেকে ১৫ টাকা। মোটা চালের দাম উঠেছে সর্বনিম্ন ৫০ টাকা।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/মোআ)