দুই দলের সঙ্গে ইসির সংলাপ আজ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

রাজনৈতিক দুই দলের সঙ্গে আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সংলাপে বসবে। এদিন বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকাল তিনটায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে ইসি সভাকক্ষে এ সংলাপ হবে। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে সংলাপের আয়োজন করে ইসি। গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। পরে ১৬ ও ১৭ আগস্ট অর্ধশত গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপ করে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করে ইসি। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ২৪ আগস্ট থেকে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে ইসি। এ পর্যন্ত ১৬ টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেআর/জেডএ)