অবসরে গেলেন গৃহায়ণ সচিব শহীদ উল্লা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অবসরে গেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

বৃহস্পতিবার তার অবসরে যাওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা হাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারকে সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ৪ ধারা মতে ২২ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্যান্টসহ ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমএম/এমআর)