প্রধানমন্ত্রীর জন্মদিনে দুই ঘণ্টা বেশি চিকিৎসাসেবা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। সেদিন বিকেল চারটা পর‌্যন্ত চিকিৎসাসেবা দেয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সাধারণত সরকারি হাসপাতালে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চিকিৎসাসেবা দিয়ে থাকেন চিকিৎসকরা। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য দুই ঘণ্টা বাড়িয়ে বিকাল চারটা পর্যন্ত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তার জন্মদিন ঘটা করে পালন করেন না। এবারও তিনি জন্মদিন পালন করবেন না। কিন্তু আমরা তার জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য দুই ঘণ্টা বেশি সময় দেব। ২৮ সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা হবে।’

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমএম/মোআ)